নওগাঁ কিন্ডারগার্টেন স্কুলের জন্য সরকারি অনুদানসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন
মোফাজ্জল হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি :
Published : Wednesday, 8 July, 2020 at 2:56 PM

নওগাঁয় করোনা মহামারীর মহাদুর্যোগে ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান ও সহজশর্তে ঋণ, সহজ প্রক্রিয়ায় নিবন্ধন তরান্বিত করা এবং আগামী ৭আগস্টের মধ্যে প্রতিষ্ঠানগুলো খুলে দেয়াসহ বিভিন্ন দাবীতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালিত হয়েছে। বুধবার নওগাঁ জেলা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন ও মানববন্ধন করা হয়। কর্মসূচি ও মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নওগাঁ জেলা শাখা। জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি এসএম আল মুবিন রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এরফান আলীর সঞ্চালনায় অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে বক্তব্য রাখেন উপদেষ্টা আবু মুসা তারেক, কাজী নজরুল ইসলাম একাডেমির পরিচালক আব্দুর রউফ, ন্যাশনাল মডেল স্কুলের পরিচালক শহিদ প্রামানিক, উদয়ন প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ সুজা হোসেন, পরিচালক ফারুক হোসেন প্রমূখ। এতে অংশগ্রহণ করেন নওগাঁ জেলার বিভিন্ন কিন্ডারগার্টেন-এর প্রায় ২শতাধিক শিক্ষক-শিক্ষিকা।