
যশোরে অস্ত্র, মাদক ও জালিয়াতি মামলায় দু’জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। আদালতে এ চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা এস আই ফকির ফেরদৌস আলী। আসামিরা হলেন ঝিকরগাছার পুরন্দরপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে সোহাগ ও মণিরামপুরের তাহেরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে শাকিল হোসেন।
মামলার অভিযোগে জানাগেছে, গত ১৬ মার্চ রাতে গোপন সংবাদে পুলিশ জানতে পারে মুড়লী থেকে মাদক নিয়ে চাঁচড়া চেকপোস্টের দিকে আসছে দু’ব্যবসায়ী। রাত ১১টার দিকে পুলিশ তাদের মোটরসাইকেলের গতিরোধ করলে তারা নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে আইডি কার্ড দেখান। পরিচয়পত্র ভুয়া মনে হওয়ায় তাদের আটক করা হয়। এরপর তাদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
উপরিউক্ত ব্যাপারে এসআই অনুপম রায় কোতোয়ালী থানায় মামলা করেন। তদন্ত শেষে ওই দু’জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন তদন্ত কর্মকর্তা।