অপহরণের দশদিন পর উদ্ধার হয়েছে এক মাদ্রাসাছাত্রী (১৭)। ২৮ জুন সকালে শহরের বেজপাড়া কবরস্থান রোড চোপদারপাড়া থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় ওই এলাকার রিয়াজসহ কয়েকজন। মঙ্গলবার রাতে তাকে উদ্ধারের পর বুধবার আদালতে সোপর্দ করা হয়। এসময় সে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ আকরাম হোসেনের কাছে স্বেচ্ছায় জবানবন্দি দেয়।