
বুধবার সকাল ১১ টায় যশোরের সদর উপজেলা কৃষকলীগের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মাদ সামসুজ্জানের জানাজা ছাতিয়ানতলা-চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ছাতিয়ানতলা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, চুড়ামনকাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবেদ আলী, অধ্যাপক মসিউল আযম, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক ফয়েজ আলম মনির, আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তোরাব আলী, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আবু তোহা, ইউপি সদস্য এনামুল কবির প্রমুখ। কর্মময় জীবনের অধিকারী সামছুজ্জামান মঙ্গলবার সন্ধ্যায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।