
ঝিনাইদহে নতুন করে দু’জন স্বাস্থ্যকর্মীসহ ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট তিনশ’ ৩৩ জন করোনায় আক্রান্ত হলেন। আর সুস্থ হয়েছেন একশ’ ১৬ জন। মৃত্যু হয়েছে পাঁচজনের।
বুধবার সকালে ৩৯টি নমুনার মধ্যে ২৫টি নেগেটিভ ও ১৪ টির রিপোর্ট পজিটিভ এসেছে বলে স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
সিভিল সার্জন সেলিনা বেগম জানান, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজের ল্যাব থেকে নতুন করে ১৪ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় চারজনের মধ্যে আশরাফ হোসেন নামে একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। কালীগঞ্জে পাঁচজনের মধ্যে শাহআলম নামে আরেকজন স্বাস্থ্যকর্মী রয়েছে। এ ছাড়া, শৈলকুপায় তিনজন ও কোটচাঁদপুরে দু’জন রয়েছে।
সবাইকেই স্বাস্থ্যবিভাগের অধীনে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এ পর্যন্ত একশ’ ১৬ জন সুস্থ হয়েছেন।