
যশোর পৌর সভার ৬ নং ওয়ার্ডে বয়স্ক ও বিধবাদের মাঝে ভাতা পরিশোধ বই (কার্ড) বিতরণ করেছেন হাজী আলমগীর কবির সুমন। বুধবার কাউন্সিলরের বাসভবন অফিসে বয়স্ক ও বিধবাদের হাতে এই কার্ড তুলে দেয়া হয়।
হাজী আলমগীর কবির সুমন বলেন, আপনাদের সেবা করার জন্য আমাকে জনপ্রতিনিধি করেছেন। বিগত দিনে আপনাদের মাঝে কেউ ভাতা দেওয়ার জন্য চেষ্টাও করেনি। কিছু দিন আগেও প্রতিবন্ধীদের মাঝে ভাতার কার্ড বিতরণ করেছি। আমি কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতার ব্যবস্থা করেছি।
বয়স্ক ও বিধবা ভাতা পরিশোধ বই (কার্ড) বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগীতা করেন যশোর জেলা ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ ও যবিপ্রবি'র ছাত্রলীগ নেতা অন্তর দে শুভ।