
ঝিনাইদহ জেলায় নতুন করে পাচজন পুলিশ সদস্যসহ ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট ৩৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ১২১ জন ও মৃত্যু হয়েছে ছয় জনের।
আজ বৃহস্পতিবার সকালে ৭৭টি নমুনার মধ্যে ৪৪টি নেগেটিভ ও ৩৩ টি নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে বলে স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, জেলায় গেল ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের ল্যাব থেকে নতুন করে পুলিশ সদস্যসহ ৩৩ জনের করোনা পজিটিভ এসেছে।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলাতে ২৪ জন রয়েছে তার মধ্যে পুলিশ লাইন ও পুলিশ ফাড়ির আবু মোল্লা, রাশেদ মোল্লা, হারান আলী, শরিফুল ইসলাম ও অসক কুমার বৈদ্য। এ ছাড়াও কালীগঞ্জে ৭ জন ও শৈলকুপাতে ২জন রয়েছে।
সবাইকেই স্বাস্থ্য বিভাগের অধিনে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর আক্রান্ত পুলিশ সদস্যদের পুলিশ লাইন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা চলছে। এ পর্যন্ত ১২১ জন সুস্থ ও শৈলকুপা ৩ জন ও কালীগঞ্জে তিনজনসহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে।