
নোয়াখালী জেলাধীন চন্দ্রগঞ্জ আলাইয়াপুর ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা মো. টিটু হায়দারকে বুধবার রাতে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে এমন অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
তিনি বলেন, এখনো তার কোনে সন্ধান মেলেনি। তাকে ক্রসফায়ারে দেয় কিনা তা নিয়ে পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে।
শুক্রবার (১০ জুলাই) দলের সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘আমি অবিলম্বে টিটু হায়দারকে জনসমক্ষে হাজির করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জোর আহ্বান জানাচ্ছি।’