
ঝিনাইদহ জেলা প্রশাসকের হলরুমে করোনা প্রতিরোধে পর্যালোচনা ও ক্ষতিগ্রস্থদের মাঝে চলমান ত্রান কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব ও জেলার সমন্বয়ক আসাদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। এ ছাড়াও জেলার ৬টি উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাংবাদিক মিজানুর রহমান বাবুল ও সাংবাদিক রাজিব হাসানসহ অনেকে।
দু-ঘন্টাব্যাপি এ পর্যালোচনা সভায় বক্তারা, মানুষের সচেতন ও মাস্ক ব্যবহার নিশ্চিত করা, ঈদুল আযহা উপলক্ষে সামাজিক দুরত্ব রেখে কিভাবে গরুর হাট বসানো যায়সহ নানা বিষয় সামনে নিয়ে বক্তব্য দেন। সে সময়ে প্রশাসন, পুলিশ বাহিনী, জনপ্রতিনিধিদের আরও তৎপরতার পাশাপাশি যে সব স্থানে সংক্রমিত বেশি হচ্ছে সে সব স্থানে এলাকা ভিত্তিক লক ডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সভা শেষে সিনিয়র সচিব আসাদুল ইসলাম জেলার সার্কিট হাউজের পিছনে বৃক্ষ রোপন করেন।