
জয়পুরহাট সদর উপজেলার কুঠিবাড়ী ব্রিজ এলাকা থেকে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ আবু জাফর বাবু (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার সকাল ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবু জাফর বাবু সদর উপজেলার জগদিশপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কাম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম.এম. মোহাইমেনুর রশিদ জানান, সদর উপজেলার কুঠিবাড়ী ব্রিজ এলাকায় মাদকের একটি চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদ আসে র্যাবের কাছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় একটি ভটভটি আটক করে তল্লাশী করলে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ আবু জাফরকে হাতেনাতে গ্রেপ্তার করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আবু জাফর অনেকদিন থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে ভটভটিযোগে বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।