
যশোরের মণিরামপুরে দীর্ঘ হচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই বিভিন্ন এলাকায় করোনা রোগী শনাক্ত হচ্ছে। সোমবার (১৩ জুলাই) সকালে যশোর সিভিল সার্জন অফিস থেকে নতুন সাত জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তার আগে গত শুক্রবার (১০ জুলাই) একসাথে সর্বচ্চো ১৩ জনের করোনা শনাক্তের খবর এসেছিল।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার অনুপ কুমার বসু এই তথ্য নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্ত সাত জন হলেন, মশ্মিমনগরের পারখাজুরা গ্রামের জালাল উদ্দিন (৪০) ও তার স্ত্রী ফিরোজা খাতুন (৩৩), হেলাঞ্চি গ্রামের রাজু আহম্মেদ (৩০), হানুয়ার গ্রামের রোজিনা খাতুন (৪০), তাহেরপুর এলাকার পল্লী চিকিৎসক বেলায়েত আলী (৬৫), কামালপুর এলাকার ব্রাকের কর্মী জহির উদ্দিন (৪০) ও চালুয়াহাটির আটঘরা গ্রামের জোহরা বেগম (৫০)।
ডা. অনুপ বসু বলেন, জ্বর, সর্দি কাঁশি উপসর্গ নিয়ে গত শনিবার (১১ জুলাই) মণিরামপুর হাসপাতালে ১৬ জন নমুনা দেন। আজ (সোমবার) তাদের মধ্যে ছয় জনের পজেটিভ রিপোর্ট এসেছে। একই দিনে কেশবপুর হাসপাতালে নমুনা দেন চালুয়াহাটির আটঘরা গ্রামের জোহরা বেগম। আজ তারও করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। করোনা আক্রান্ত সাত জন বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের বাড়ি লকডাউন করতে প্রশাসনকে তালিকা দেওয়া হয়েছে।
মণিরামপুরে এই পর্যন্ত ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তারমধ্যে ৩৭ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।