
নড়াইল শহরের অন্যান্য এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রেখে শুধুমাত্র রূপগঞ্জ বাজারে লকডাউন ঘোষণা করার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা।
সোমবার দুপুরে রূপগঞ্জ বাজার বণিক সমিতির ডাকা লকডাউনকে অবৈধ আখ্যায়িত করে ব্যবসায়ীরা বিক্ষোভ করেন। এ সময় লকডাউন প্রত্যাহারের দাবি জানানো হয়।
বিক্ষোভকারীরা নড়াইল-যশোর সড়কের রূপগঞ্জ চৌরাস্তায় অবস্থান নিয়ে নড়াইল-যশোর সড়ক অবরোধ করে রাখে।
অবস্থানকালে বক্তব্য দেন রূপগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সভাপতি রজিবুল বিশ্বাস ও সাবেক সাধারণ সম্পাদক সুব্রত কুমার ঘোষসহ অন্যান্য ব্যবসায়ীরা।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল, নড়াইল চৌরাস্তাসহ আশপাশের সব দোকানপাট খোলা রেখে শুধুমাত্র রূপগঞ্জ বাজারে লকডাউন ঘোষণা করা হয়েছে।
বর্তমান বণিক সমিতিকে অবৈধ ঘোষণা করে তিনি বলেন, ‘বর্তমান আহ্বায়ক কমিটি কারও সাথে আলাপ-আলোচনা না করে হঠাৎ করে লকডাউন ঘোষণা করায় ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখিন হচ্ছে। লকডাউনের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্দেশনা না থাকলেও অতি উৎসাহিত হয়ে লকডাউন ঘোষণা আমরা মানি না।’
পরে অবশ্য পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।
নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার থেকে পুরো নড়াইল শহরজুড়ে লকডাউন ঘোষণা করা হবে। সরকারি নীতিমালা মোতাবেক লকডাউন কার্যকর করা হবে।’