
জয়পুরহাটে ১৪৮ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁর ধামইরহাটের রুপনারায়নপুর এলাকার সুন্দর আলীর ছেলে বাবুল ওরফে কেরা ও একই এলাকার ইউনুসের স্ত্রী নাজমা বেগম (৩৫)।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম.এম. মোহাইমেনুর রশিদ জানান, বাবুল ও নাজমা চালের বস্তায় চালের সাথে ফেন্সিডিল নিয়ে জয়পুরহাট বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বাসের অপেক্ষায় দাড়িয়ে ছিল এমন গোপন সংবাদ আসে র্যাবের কাছে। এমন সংবাদে জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। তখন দুটি চালের বস্তায় তল্লাশী চালিয়ে ১৪৮ বোতল ফেন্সিডিলসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, তারা বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।