
প্রবল ভারী বর্ষণে ভারতের বন্দরনগরী মুম্বাইয়ের অধিকাংশ অঞ্চল প্লাবিত হয়েছে। যার কারণে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে জরুরি সেবা ছাড়া সব ধরনের কার্যালয় বন্ধ রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে জানানো হয়, সোমবার (৩ আগস্ট) রাত এবং মঙ্গলবার সকালে প্রবল ভারী বৃষ্টিপাত হওয়ায় ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই এবং এর আশপাশের জেলাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
মুম্বাই ছাড়া মহারাষ্ট্রের থানে, পুনে, রাইগড় এবং রত্নাগিরি জেলায় বুধবার (৫ আগস্ট) পর্যন্ত সতর্কতা জারি থাকবে।