
যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, ‘সংসার সুখের হয় রমনীর গুণে’ কথাটি যেমন বাস্তব সত্য তদ্রæপ একজন নিষ্ঠাবান দায়িত্বশীল নেতা হতে হলে সবার আগে নিজ স্ত্রীর অনুপ্রেরণা একান্ত প্রয়োজন। অনেক স্ত্রী আছেন দলের সুসময়ে স্বামীদেরকে স্বার্থের মোহে সামনের দিকে এগিয়ে দেয় এবং দুঃসময়ে সংসার পরিজনের কথা ভেবে পেছন থেকে টেনে ধরে। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা। তাই, বঙ্গমাতার মতো এমন মহিয়সী নারী পৃথিবীতে বিরল।
শনিবার সকালে শার্শা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে একথা বলেন তিনি।
শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামানের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যশোর জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদ আসিফ-উদ-দৌলা অলোক, শার্শা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান অহিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, ডেপুটি কমান্ডার নাসির উদ্দিন ও সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু।