
শনিবার যশোরে নুরুননাহার (৪৫) নামে এক নারী করোনায়া আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে যশোরে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩১ জনে।
এদিকে, যশোরে শনিবার আরও ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলারই রয়েছে ৩৪ জন। এছাড়া অভয়নগরে আটজন, ঝিকরগাছায় সাতজন, কেশবপুরে পাঁচজন, মণিরামপুরে তিনজন, শার্শায় দু’জন এবং চৌগাছায় একজন রয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দু’হাজার একশ’ ৫২ জন।
যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জিনোম সেন্টারে যশোরের একশ’ ৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬০টিতে পজিটিভ ফল এসেছে।
সিভিল সার্জন কার্যালয়ের মিডিয়া ফোকাল পার্সন ডাক্তার রেহেনেওয়াজ রনি জানান, নুরুননাহার নামে এক নারী শনিবার বিকেল পাঁচটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার বাড়ি যশোর শহরের চোরমারা দিঘিরপাড় এলাকায়। গত ৫ আগস্ট তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন।
তিনি জানান, করোনায় নতুন শনাক্ত ব্যক্তিদের বাড়ি লকডাউনসহ অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্যে তালিকা স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার যশোরে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, যশোর কেন্দ্রীয় কারাগারের পুরুষ কারারক্ষী (৩০), যশোর মেডিকেল কলেজ হাসপাতাল কোয়াটারের একজন নারী (৬৫), পালবাড়ি এলাকার একজন ইন্টারনেট ব্যবসায়ী (২৬), কারবালা এলাকার অধিবাসী একজন পুরুষ ব্যাংকার (৬০), দু’জন পুরুষ এ এস আই (৩৩) ও (৩৯), কারবালা এলাকার সোনালী ব্যাংকের পুরুষ কর্মকর্তা (৩৪), তেঁতুলতলা এলাকার অধিবাসী পুরুষ ব্যাংক কর্মকর্তা (৩৭), একজন চিকিৎসক (২৭), একজন পুরুষ পুলিশ সদস্য (৩৬) এবং যশোর মেডিকেল কলেজ হাসপাতালের একজন নারী নার্সিং সুপারভাইজার (৫৪)।