
জয়পুরহাটে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। প্রতি বছর এ উপলক্ষে বনার্ঢ্য র্যালী বের করা হলেও এবার করোনার প্রকোপের কারনে কোন র্যালী বের হয়নি।
মঙ্গলবার বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় শিব মন্দিরে স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত আকারে শ্রীকৃষ্ণের পুজা অর্চনা শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট ও জেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম।
বাংলাদেশ পুজা উদযান পরিষদের জেলা সভাপতি হৃষিকেশ সরকারের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এ্যাডঃ নৃপেন্দনাথ মন্ডল ও বাংলাদেশ পুজা উদযান পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক সুমন কুমার সাহাসহ হিন্দু ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দরা।
এছাড়াও দিনব্যাপী বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা, লীলা-কীর্তন পদাবলি ও নামযজ্ঞের আয়োজন করা হয়েছে।