
সিরাজগঞ্জের সলঙ্গায় বোরো ধানের দাম পেয়ে বিজয় তলা থেকে চারা তুলে এবার আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন সলঙ্গার কৃষকেরা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চারা সংগ্রহ, হালচাষ,মই,সেচ ও রোপণ কাজে মাঠে থাকছেন চাষীরা। কৃষকরা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেশী ধানের চেয়ে প্রাধান্য দিচ্ছেন হাইব্রিড ও উচ্চ ফলনশীল ধানকে। বিগত বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন ঘরে তোলায় এবার বেশ ফুরফুরে মেজাজ নিয়ে বোরো আবাদের মাঠে ব্যস্ত সময় পার করছে বর্তমানে বাজারে ধানের দাম ভালো যাওয়ায় খুশি এখানকার কৃষকরা। কৃষি অফিস সূত্রে জানা যায়, সলঙ্গার ৬টি ইউনিয়নে ৬ হাজার ২০০'শ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্ষার কারণে লক্ষ্যমাত্রা পুরোণে কিছুটা রোপণ করা বিলম্ব হলেও ইতিমধ্যে প্রায় উচ্চজমিগুলি প্রায় ৪ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষে চারা রোপণ সম্পন্ন হয়েছে।
অত্র উপজেলার সলঙ্গা ধুবিল ইউনিয়নের আমশড়াগ্রামের চাষী আব্দুল খালেক, জহির উদ্দিন, আব্দুল আজিজসহ আরও অনেকেই জানান, কৃষকরা করোনার লোকসান পুশেনিতে চারা রোপণ ব্যস্ত সময় পার করছেন। এবারের বোরো মৌসুমে উচ্চফলনশীল জাতের ধান বেশি রোপণ করা দেখা যাচ্ছে।