
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় একাদশ শ্রেণিতে ভর্তি ইচ্ছুক আব্দুল হালিম নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান।
আব্দুল হালিম মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের কোলা গ্রামের জাব্বারুলের ছেলে।
ওসি শাহ দারা খান জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে আব্দুল হালিম একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ফরম পূরণ করতে মেহেরপুর শহরে আসছিলেন। শহরের উপকণ্ঠ খন্দকারপাড়া নামকস্থানে তার দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে বিপরীতগামী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুল হালিম রাস্তার ওপর ছিটকে পড়ে যান। এসময় রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে মারাত্মক আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে রাত ১০টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।