খবর প্রকাশের পরে শ্রীমতি পেলো ভাতার কার্ড!
মো. আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি :
Published : Tuesday, 8 September, 2020 at 6:16 PM

‘শ্রীমতি কবে পাবে ভাতার কার্ড’ এই শিরোনামে ৭ সেপ্টেম্বর বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পরে আজ মঙ্গলবার (৮সেপ্টেম্বর) অসহায় অসুস্থ বিধবা শ্রীমতি কে বিধবা ভাতার কার্ড করে দিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী।
দুপুরে শ্রীমতির বিধবা ভাতার কার্ডের বই নিয়ে উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী নিজে ছুটে আসে অসহায় অসুস্থ শ্রীমতির কাছে। শ্রীমতিকে বিধবা ভাতার বই প্রদানের সময় তার ভাঙ্গা পায়ের চিকিৎসা করানোর জন্য নগদ এক হাজার টাকা প্রদান করেন ইসাহাক আলী। এসময় ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমন উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী বস্তুনিষ্ট খবর প্রকাশের জন্য গণমাধ্যম কর্মীর প্রশংসা করেন।