
মাদারীপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য, চরমুগরিয়ার বিশিষ্ট ব্যবসায়ী আবু বকর সিদ্দিক (আবু মুন্সী) মঙ্গলবার ভোররাত ৩ টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্ন লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি তিন মেয়ে, স্ত্রী ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মঙ্গলবার বাদ আসর হাজরাপুর দরগা শরীফ মাঠে জানাজা শেষে চরমুগরিয়া মাদ্রাসার পাশে তাকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজণিত কারণে গত দুই সপ্তাহ আগে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে রাখা হয়। মঙ্গলবার ভোর রাতের দিকে তিনি মারা যান।
জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য সচিব জাহান্দার আলী জাহান বলেন, মাদারীপুর জেলা বিএনপি’র একজন বড় অভিভাবক ছিলেন তিনি। তার মৃত্যুতে মাদারীপুর জেলা বিএনপি একজন যোগ্য নেতাকে হারালো। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।