
রাজশাহী
বিভাগের আট জেলার মধ্যে সাত জেলায় গত ২৪ ঘণ্টায় ৮২ জনের শরীরে করোনাভাইরাস
শনাক্ত হয়েছে। একই সময়ে বগুড়ায় পাঁচজন করোনা আক্রান্ত রোগি মারা গেছে।
এছাড়াও গত ২৪ ঘন্টয় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৭৭ জন।
বৃহস্পতিবার
সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার
৬৭২ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৭৮ জন এবং সুস্থ্য হয়েছেন ১৪
হাজার ৫২৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৭৬৬ জন। দুপুরে এক
প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা: গোপেন্দ্র নাথ
আচার্য্য এ তথ্য জানিয়েছেন।
ডা: গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন
শনাক্তের মধ্যে রাজশাহীর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জে ১ জন, নওগাঁয় ১৬ জন,
নাটোরে ১৩ জন, জয়পুরহাটে ৪ জন, বগুড়ায় ৩০ জন ও পাবনায় ৮ জন। তবে সিরাজগঞ্জে
এ দিন কোন করোনা রোগি শনাক্ত হয়নি।
তিনি জানান, রাজশাহী বিভাগে এ
পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৭ হাজার ৫৯ জন। এছাড়াও
রাজশাহীতে ৪ হাজার ৬৯৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৩৭ জন, নওগাঁয় ১ হাজার ২১৫ জন,
নাটোরে ৯০৬ জন, জয়পুরহাটে ১ হাজার ১১ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৯৯৬ জন ও
পাবনায় ১ হাজার ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, সরকারি হিসেবে এ
পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৭৮ জন। এর মধ্যে রাজশাহীতে ৪২ জন,
চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে ৯ জন, জয়পুরহাটে ৬ জন,
বগুড়ায় ১৬৮ জন, সিরাজগঞ্জে ১৩ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে
করোনাভাইরাসে।
এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে
ফিরেছেন ১৪ হাজার ৫২৯ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৩ হাজার
৫২৩, চাঁপাইনবাবগঞ্জে ৬২৩ জন, নওগাঁয় ১ হাজার ৮৬ জন, নাটোরে ৬৯৬ জন,
জয়পুরহাট ২২৯ জন, বগুড়ায় ৬ হাজার ৩৩ জন, সিরাজগঞ্জ ১ হাজার ৪০৬ জন ও পাবনায়
৯৩৩ জন।