
অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের স্থলে মন্দির নির্মাণে দায়িত্বপ্রাপ্ত শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের ব্যাংক হিসাব থেকে চেক জালিয়াতির মাধ্যমে ছয় লাখ রুপি হাতিয়ে নেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, পর পর দুইটি চেকের মাধ্যমে এই অর্থ তুলে নেওয়া হয়। তবে তৃতীয় আরেকটি চেক দিয়ে টাকা তুলতে গেলে এই জালিয়াতি ধরা পড়ে।
এই ঘটনায় একটি মামলা দায়ের করেছেন ট্রাস্টের সেক্রেটারি চম্পত রায়। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
স্থানীয় পুলিশ কর্মকর্তা রাজেশ কুমার রায় বৃহস্পতিবার জানান, বুধবার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সেক্রেটারি চম্পত রায় ট্রাস্টের ব্যাংক হিসাব থেকে ছয় লাখ রুপি তুলে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করেছেন।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের লক্ষ্ণৌ শাখা থেকে আড়াই লাখ ও সাড়ে তিন লাখ রুপির দুটি আলাদা জাল চেক ব্যবহার করে ওই অর্থ তুলে নেওয়া হয় বলে তিনি জানান।
তবে পরে আরেকটি চেকের মাধ্যমে বারোদা ব্যাংক থেকে নয় লাখ ৮৬ হাজার রুপি তুলতে গেলে সন্দেহ হয় ব্যাংক কর্তৃপক্ষের। ৯ সেপ্টেম্বর ব্যাংক কর্তৃপক্ষ তা যাচাইয়ের জন্য চম্পত রায়কে জানান।
চেকবই খুঁজে চম্পত রায় দেখতে পান ওই একই নম্বরের চেক এখনো সেখানে থেকে গেছে। এরপর তিনি বুধবার রাতে চেক জালিয়াতির মামলা দায়েরের সিদ্ধান্ত নেন।
পুলিশ কর্মকর্তা রাজেশ কুমার রায় বলেন, ‘মামলাটি তদন্ত করা হচ্ছে। শিগগিরই অপরাধীদের গ্রেপ্তার সম্ভব হবে বলে ধারণা করছি।’
গত বছর এক ঐতিহাসিক রায়ে বাবরি মসজিদের স্থলে অযোধ্যার বিতর্কিত ভূমিতে রাম মন্দির নির্মাণের অনুমতি দেয় ভারতের সর্বোচ্চ আদালত। আর মুসলিমদের মসজিদ নির্মাণে অন্য যেকোনো স্থানে জমি বরাদ্দ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
মন্দির নির্মাণকাজ তদারকির জন্য নির্দেশ দেয়া হয় শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট গঠনেরও। আদালতের আদেশে গঠিত এই ট্রাস্ট ২০ আগস্ট ভূমি পূজার মধ্য দিয়ে অযোধ্যায় রাম মন্দির নির্মাণকাজ শুরু করেছে।