
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) লালবাগ বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলো আলাউদ্দিন (৩৫) ও আজিজুল হক (২৫)। গ্রেপ্তারকৃত আলাউদ্দিন সৌদিয়া পরিবহনের ড্রাইভার।
মঙ্গলবার ডিবির লালবাগ বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার সাইফুর রহমান আজাদ জানান, সোমবার রাতে হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের তিন দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।