
মঙ্গলবার সকালে নওগাঁর আত্রাইয়ে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার আসামীসহ ৯জনকে আটক করেছে থানাপুলিশ। আটককৃতদেরকে ঐদিন দুপুরে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো, উপজেলার চৌরবাড়ি গ্রামের আইনুল হকের ছেলে রেজাউল ইসলাম (৩৫), বেওলা গ্রামের আহাদ আলীর ছেলে আব্দুস ছালাম (৩১), ওয়ারেন্টভুক্ত আসামী তিলাবাদুরী গ্রামের লোকমান হোসেনের ছেলে শাহাজুল ইসলাম (৩৮), সদুপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে ওয়াজেদ আলী স্বপন (৩১), মাগুড়াপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে সুজন (৩৬), নবাবেরতাম্বু গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ইয়াকুব আলী (৩৮), ইসমাইলের ছেলে সাইফুল হোসেন (৩৫), ইয়াকুব আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৩২), মৃত আজিমের ছেলে হাফিজুর রহমান (৩২), মহাদিঘী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ময়েজ উদ্দিন।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় এসআই সালাউদ্দিন আল মামুন, এএসআই মুনিরুল, মাহাবুব, নজরুল ইসলাম, মামুন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাদক মামলার আসামীসহ ৯জনকে আটক করা হয় এবং মঙ্গলবার দুপুরে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।