Published : Wednesday, 16 September, 2020 at 1:06 PM
যশোরের শার্শা উপজেলার শার্শা ইউনিয়নে আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানির সাপ্লাই পাচ্ছে সাধারণ মানুষ। নাভারন বাজারের দুই হাজার পরিবারের বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে এ পানি। শার্শা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি তৈরি করা হয়। এক লাখ লিটার ধারণক্ষমতা সম্পন্ন ট্যাংকটিতে গভীর নলকূপের মাধ্যমে আর্সেনিক ও আয়রনমুক্ত পানি মজুত করে সরবরাহ করা হচ্ছে।