কালীগঞ্জে করোনায় প্রান গেল স্কুল শিক্ষকের
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
Published : Wednesday, 16 September, 2020 at 6:13 PM

ঝিনাইদহের কালীগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে সলিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস.এম শাহাজাদ পারভেজের মৃত্যুু হয়েছে।
মঙ্গলবার রাত ৯ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহাজাদা করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকালে তার লাশ কালীগঞ্জ চাপালি গ্রামে আসার পর নামাজের জানাজা শেষে তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।