
কচুয়ায বিশেষ অভিযানে ৩ জুয়রি সহ আটক-৪। পুলিশ জানায় বিশেষ অভিযান চলাকালে গতকাল গভীর রাতে বাধাল বাজার এলাকার মোঃ ফারুক সেখের বাড়ির দোতলা থেকে তাদের আটক করা হয়। কচুয়া থানার অফিসার ইন চার্য মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে এস আই রবিউল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পেশাদার জুয়ারী বাধাল বাজার এলাকার মৃত হসেম সেখের পুত্র মোঃ ফারুক সেখ(৪৭),একই এলাকার দলিল উদ্দিন সেখের পুত্র শহীদ সেখ(৪০) ও আকুবালী সেখের পুত্র মোঃ মহসীন(৪০)কে আটক করেন। কচুয়া থানা অফিসার ইন চার্য মোঃ মনিরুল ইসলাম আমাদের প্রতিনিধিকে জানান যে, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া গতকাল বুধবার ভোর রাতে কচুয়া উপজেলার ধোপাখালীর শিয়ালকাঠি এলাকা থেকে চান মিয়া (৬৬) নামে ১ কথিত ডাকাতকে এলাকাবাসীর সহয়তায় আটক করেছে কচুয়া থানা পুলিশ। পুলিশ জানায় যে,বিশেষ অভিযান চলাকালে ,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, ভোর রাতে কিছু লোক শিয়লকাঠি এলাকায় চুরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এ খবর শুনে কচুয়া থানার অফিসার ইন চার্য মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ চান মিয়াকে আটক করে অন্যরা পালিয়ে যায়।