
বৃহস্পতিবার সকালে যাদবপুর মাধ্যমিক বিদ্যালয়ে জাইকার অর্থায়নে মাদক, বাল্য বিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শ্বাশতী শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ ৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। প্রধান আলোচক ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, যাদবপুর ইউপি চেয়ারম্যান বিএম শহিদুল ইসলাম প্রমুখ।