
মাগুরার মহম্মদপুরে পুকুরে পানিতে ডুবে সুরাইয়া (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বাবুখালী ইউনিয়নের দাতিয়াদাহ গ্রামে এ ঘটনা ঘটে।
সুরাইয়া জেলার শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। সে মায়ের সঙ্গে দাতিয়াদাহ গ্রামে তার খালার বাড়ি বেড়াতে এসেছিল।
মৃতের খালু সাইফুল মোল্যা জানান, বিকেলে সুরাইয়া ও তার মা কমেলা দু’জনই বাড়ির পাশে পুকুর পাড়ে বসে ছিলেন। এসময় মোবাইলে কল এলে মেয়েকে বসিয়ে রেখে কমেলা ঘরে আসেন। এর কিছুক্ষণ পর সুরাইয়াকে আনতে পুকুর পাড়ে গেলে তাকে সেখানে পাওয়া যায়নি। পরে পুকুরে নেমে খোঁজাখুঁজির এক পর্যায়ে সুরাইয়ার মরদেহ উদ্ধার করা হয়।
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাবুখালী পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফরহাদ হোসেন।