
সাতক্ষীরায় বিভিন্ন সময়ে জব্দ প্রায় দুই কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ১৭ হাজার ৩০০ বোতল ফেনসিডিল, ১ হাজার ৩৯৫ বোতল মদ, ২৫৭ কেজি গাঁজা, ২২ হাজার ৬৪৮ পিস ইয়াবা, ৭ হাজার ৬৩৮ পিস বিভিন্ন ধরনের নেশা জাতীয় ট্যাবলেট ও ২০ হাজার প্যাকেট বিড়ি প্রভৃতি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৯১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা।
মাদকদ্রব্য ধ্বংসের সময় উপস্থিত ছিলেন- বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মো. আরশাদুজ্জামান খান, সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার, অতিরিক্ত পরিচালক মেজর রেজা আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্শিদা খাতুন, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তাজুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা আবুল হোসেন প্রমুখ।