কেশবপুরে প্রতিযোগিতামূলক মাছ শিকার আকর্ষণীয় হয়ে উঠেছে
কেশবপুর (যশোর) প্রতিনিধি :
Published : Friday, 18 September, 2020 at 5:02 PM

কেশবপুরে প্রতিযোগিতামূলক মাছ শিকার আকর্ষণীয় হয়ে উঠেছে। গত এক মাসে উপজেলার ৪টি পুকুরে টিকিট কেটে ছিপে মাছ শিকারের প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুক্রবার উপজেলার মাদারডাঙ্গা গ্রামে টিকিট কেটে ছিপে মাছ শিকারের দৃশ্য উপভোগ করার জন্য শত শত মানুষের ভিড় জমে। এর আগে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের নেপাকাটি গ্রামের আজিজুর রহমানের পরিবারের পুকুর, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ পুকুর ও ভোগতীনরেন্দ্রপুর গ্রামের বিল্লাল হোসেনের পুকুরে টিকিটের মাধ্যমে মাছ শিকারের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে দক্ষ মাছ শিকারিরা হুইল ও ছিপের মাধ্যমে মাছ শিকার করতে আসেন। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাছ শিকারের দৃশ্য উপভোগ করার জন্য এলাকাবাসীর পাশাপাশি পাশ্ববর্তী জেলা উপজেলা থেকেও বিভিন্ন বয়সী মানুষ উপস্থিত হন। শুক্রবার উপজেলার মাদারডাঙ্গা গ্রামের আহমদ আলীর পুকুরে মাছ শিকার উপভোগ করতে উপস্থিত হন এলাকার নারী পুরুষের পাশাপাশি শিশুরাও। মাদারডাঙ্গা গ্রামের মাছ শিকার দেখতে আসা উপজেলার পাঁজিয়া ইউনিয়নের নেপাকাটি গ্রামের অলিয়ার রহমান (৪০) বলেন, সম্প্রতি কেশবপুরের বিভিন্ন স্থানে মাছ ধরার প্রতিযোগিতা দেখার জন্য সব বয়সী মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। উপজেলার মধ্যকুল গ্রাম থেকে আসা রাজু (৩০) বলেন, উপজেলার সবকটি পুকুরে মাছ ধরার প্রতিযোগিতা উপভোগ করতে উপস্থিত হই। নেপাকাটি গ্রামের নজরুল ইসলাম ও ভোগতি নরেন্দ্রপুর গ্রামের বিল্লাল হোসেনের পুকুরে মাছ শিকারের দৃশ্য দেখে তিনি খুবই আনন্দিত হন।