
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করে আসছে বিডি ক্লিন। তারই ধারাবাহিকতায় বিডি ক্লিন যশোর জেলা টিমের পর ঝিকরগাছা উপজেলা টিম গঠন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার ঝিকরগাছা এম.এল হাই স্কুল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিডি ক্লিন জেলা সমন্বয়ক আল-হেলাল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা ব্লাড ব্যাংকের সভাপতি ইমরান হুসাইন। জেলা সমন্বয়ক আল-হেলাল মামুন বলেন পরিচ্ছন্ন দেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তাই এখনই তাদের সকলের সম্মিলিত চর্চার মাধ্যমে যত্রতত্র ময়লা আবর্জনা ছুড়ে ফেলার মানসিকতা পরিহার করে বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এগিয়ে আসতে হবে।