রাজশাহীতে মহানগর ও জেলায় ৪৬৬ ম-পে দুর্গাপূজা
ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো :
Published : Friday, 18 September, 2020 at 8:18 PM

রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর মিলে ৪৬৬টি ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জেলায় ৪০০ ও নগরে ৬৬টি ম-পে এ পূজা হবে বলে জানিয়েছেন রাজশাহী হিন্দু, বোদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ।
তিনি জানান, রাজশাহী জেলায় প্রায় ৪০০টি ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এমন ম-পের তথ্য তাদের কাছে এসেছে। এছাড়া নগরে ৬৬টি ম-পে দুর্গাপূজা হবে। এবছর নগরে দুর্গাপূজা ম-পের সংখ্যা কম।