
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা ভূমি অফিসের রেকর্ডিও খাঁস খতিয়ানের কাঁচারি বাড়ি ও হালটের ৫৬ শতাংশ জমির উপর নির্মিত অবৈধ স্থাপনা (স্ব-মিল) উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উচ্ছেদকৃত স্ব-মিল মালিক দক্ষিণ আউরা গ্রামের বাসিন্দা মো. সাইফুল মল্লিক অভিযোগ করে বলেন, আমাদের ক্রয়কৃত (দলিলমূলে) ৫৬ শতাংশ জমি দীর্ঘ ৭০ বছর ধরে ভোগদখল করে আসছি। এ জমি নিয়ে আদালতে মামলা রয়েছে। ইউএনও স্যার আমাদের কোন নোটিশ না দিয়ে একটি স্ব-মিল ও তিনটি মিল ঘর ভেঙ্গে ফেলে দিয়েছে। এতে আমার ৪/৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে আইনের আশ্রয় নেয়া হবে বলেও জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাইফুল মল্লিক।
ইউএনও সুফল চন্দ্র গোলদার জানান, কাঠালিয়া ভূমি অফিসের রেকর্ডিও খাঁস খতিয়ানের কাঁচারি বাড়ি ও হালটের ৫৬ শতাংশ জমির উপর অবৈধ স্থাপনা সরকারি নিয়ম মেনেই উচ্ছেদ করা হয়েছে। এছাড়া অচিরেই আশপাশে আরও অবৈধ দখল করা জমি দখলমুক্ত করা হবে। তিনি আরো জানান, অবৈধ দখলদাররা এ জমি নিয়ে মামলা করে নিষেধাজ্ঞা চেয়েছিল, আদালত তা খারিজ করে দেয়। তবে দখলদাররা রায়ে পেলে জমি ছেড়ে দেয়া হবে।