
আর মাত্র কয়েক ঘণ্টা। মরুর বুকে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় মহারণ আইপিএল’র গর্জন। ত্রয়োদশ আসরের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।
ভারতে করোনাভাইরাসের মহামারির কারণে সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে এবারের আইপিএল। আবু ধানির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় চেন্নাই ও মুম্বাইয়ের লড়াইয়ের মধ্য দিয়ে শুরু হবে আসরটির ময়দানি লড়াই। লড়াইটিকে ‘এল ক্লাসিকো’ হিসেবে দেখা হচ্ছে।
করোনা মহামারির কারণে এবার দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে আইপিএল’র সবগুলো ম্যাচ। এ ছাড়া থাকছে আরও নানা পরিবর্তন-পরিবর্ধন।
প্রথম লড়াটিতে বিশেষ নজর থাকছে চেন্নাইয়ের অধিনায়ক ধোনির দিকে। ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ খেলার পর প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছেন সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
বড় ম্যাচ দিয়েই শুরু হচ্ছে আইপিএলের আসর। রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই বর্তমান চ্যাম্পিয়ন হলেও ধোনির রাজসিক প্রত্যাবর্তনে চেন্নাইকেই রাখছেন অনেকে। দুই দলই সম্ভাব্য সেরা শক্তি নিয়েই মাঠে নামবে।
একনজরে দেখে নেওয়া যাক উদ্বোধনী ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ:
চেন্নাই সুপার কিংস: শেন ওয়াটসন, ফাফ ডু’প্লেসি, আম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক এবং উইকেটকিপার), কেদার যাদব, ডোয়াইন ব্র্যাভো, রবীন্দ্র জাদেজা, পীযূষ চাওলা, শার্দুল ঠাকুর, দীপক চাহার, ইমরান তাহির/ লুঙ্গি এনগিদি।
মুম্বাই ইন্ডিয়ান্স: কুইন্টন ডি'কক, রোহিত শর্মা (অধিনায়ক), সূর্য কুমার যাদব, ঈশান কিষান, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, নাথান কুল্টার নাইল, ট্রেন্ট বোল্ট, জাশপ্রীত বুমরাহ, রাহুল চাহার।