
রাজশাহী নগরীতে মাদকদ্রব্যসহ ৪ জন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশে একটি দল মহানগরীর হড়গ্রাম টুলটুলিপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃত চারজন হলেন- হড়গ্রাম পূর্বপাড়া এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে সাব্বির হোসেন ওরফে পলাশ (২৮), রুবেল শেখের ছেলে রাজিব হোসেন ওরফে হক (২৬), বুলনপুর এলাকার মৃত আসলাম শেখের ছেলে আজিজুল ইসলাম (৩৫) ও হাদির মোড় এলাকার মৃত সোলেমানের ছেলে আবুল হোসেন (৩২)।
শনিবার সকালে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দুপুরে টুলটুলিপাড়া বস্তিতে রাজিব হোসেন হকের একটি টিনশেড ঘরে অভিযান চালানো হয়। এ সময় ৭০ গ্রাম হেরোইন, ৯৯ পিস ইয়াবা বড়ি ও ৩৭ লিটার দেশি চোলাই মদসহ এই চারজনকে আটক করা হয়।
এ নিয়ে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।