নওগাঁয় কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
মোফাজ্জল হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি :
Published : Saturday, 19 September, 2020 at 6:24 PM

নওগাঁয় জেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের ঠিকানা কমিউনিটি সেন্টারে নওগাঁ জেলার ১১টা উপজেলার নেতাকর্মীদের নিয়ে কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা কৃষক লীগের আবায়ক আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কষিবীদ বাবু সমীর চন্দ্র। এ সময় নওগাঁ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ কৃষক লীগের বাবু বিশ্বনাথ সরকার বিটু, উপ-দপ্তর সম্পাদক নওগাঁ জেলা আওয়ামী লীগের আব্দুল লতিফ বকুলসহ ১১টি উপজেলার কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।