
সেচ্ছাসেবী সামাজিক বৃহত্তর খাজুরা মানব কল্যাণ সংগঠনের খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। শনিবার সংগঠনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, সয়াবিন তেল, ১ পিচ লাউ, ১ কেজি কচু মুখি দেওয়া হয়। এদিন যশোর সদরের খাজুরা, লেবুতলা, কোদালিয়া এবং বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার, মথুরাপুর ও ভদ্রডাঙ্গা গ্রামের ১৫০ পরিবারের দুয়ারে গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। সংগঠনের সভাপতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কুন্ডুর সার্বিক তত্বাবধানে খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন সদস্য দেলোয়ার হোসেন সবুজ, আলমগীর হোসেন, লোকমান, পারভেজ সুমন, কৃষ্ণ, অপু, সঞ্জয় কুমার, সুব্রত কুন্ডু। এর আগে সংগঠনটি করোনার শুরুতে ঘরবন্ধি কর্মহীন সহ¯্রাধিক পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করে।