
৬ দিন বন্ধ থাকার পর শনিবার ৩১ ট্রাক পেয়াজ দিয়ে আবারও পেয়াজ বন্ধ করে দিয়েছে ভারত। যে পেয়াজ এসেছে তার বেশীরভাগ নষ্ট হয়ে যাওয়ায় তা স্থানীয়ভাবে বাছাই করে বিক্রি করা হচ্ছে।
ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে এখনও ২০০ ট্রাক ভারতীয় পেয়াজ অপেক্ষমান আছে। এরমধ্যে কিছু পেয়াজ ফিরে যাচ্ছে আর কিছু পেয়াজ সেখানে আনলোড করে স্থানীয়ভাবে বিক্রি করে ফেলছে ব্যবসায়িরা।
ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, গত ১৪ সেপ্টেম্বর সোমবার যে সমস্ত পেয়াজের কাগজপত্র ছাড় করা ছিল সেই পেয়াজগুলি শনিবার ছাড় দেয় ভারতীয় কতৃপক্ষ। বাকী পেয়াজ রপ্তানীর প্রস্তুতি থাকলেও আর দিচ্ছেনা। এদিকে ছয়দিন আটকে থাকার পর পেঁয়াজ আসায় সেগুলির বেশীরভাগ নষ্ট হয়ে গেছে। এর ফলে ব্যবসায়িরা আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছে। ভোমরাতে ওই পেয়াজ ৫০ থেকে ৫২ টাকায় বিক্রি হয়েছে।