
আমদানি বাড়ায় ইতোমধ্যে খুলনার বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সেপ্টেম্বর মাসের সভায় এ তথ্য জানানো হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনলাইনে জুম প্রযুক্তির মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
সিটি মেয়র বলেন, নগরের শেরে বাংলা রোড চারলেনে উন্নীতকরণের চলমান কাজের ক্ষেত্রে ওই এলাকা দিয়ে নগরের পানি অপসারণের জন্য প্রস্তাবিত ড্রেনেজ ব্যবস্থা আরও উন্নত করতে সিটি করপোরেশনের পরিকল্পনার সঙ্গে সমন্বয় প্রয়োজন। গোলচত্বর সড়কের চারপাশে পানি অপসারণের ব্যবস্থা করতে হবে। ময়ূর নদের ওপর ২০১৩ সালে নির্মিত অপরিকল্পিত ব্রিজ নদের পানি প্রবাহ বাধাগ্রস্তের পাশাপাশি নগরের সৌন্দর্য নষ্ট করছে। নতুন ব্রিজের পরিবর্তে ময়ূর নদের ওপর আধুনিক ও দৃষ্টিনন্দন ব্রিজ স্থাপন করা দরকার।
এছাড়া নির্মাণাধীন বিভাগীয় শিশু হাসপাতালের সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণ বিষয়ে সভায় ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তকরণে রোগীর নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজ সুষ্ঠুভাবে চলমান আছে। সদর হাসপাতালে হাই ফ্লো অক্সিজেন ন্যাজাল ক্যানোলা স্থাপনের কাজ এগিয়ে চলেছে। প্রত্যেক উপজেলায় অক্সিজেন ব্যাংক স্থাপন করে রোগীদের সহজে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।
দেশের একমাত্র জেলা হিসেবে খুলনায় সরকারের ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন হওয়ার সঙ্গে যুক্ত ইউএনও, খাদ্য বিভাগসহ সবাইকে সভা থেকে ধন্যবাদ জানানো হয়।
এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাঈনউদ্দিন হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাফিজুর রহমান প্রমুখ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উপস্থিত ছিলেন। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাসহ কমিটির সদস্যরা অনলাইনে যুক্ত ছিলেন।