
কেশবপুরে ব্রাকের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের হলরুমে চিলড্রেন ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশনের সহযোগীতায় ব্রাকের মানবধিকার ও আইন সহায়তা কর্মসূচির উদ্যোগে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় মানব পাচার, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ মহামারি করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য বক্তরা আলোচনা করেন।
মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর পলাশের সভাপতিত্বে এবং ব্রাকের মানবধিকার ও আইন সহায়তা কর্মসূচির জেলা ব্যবস্থাপক শংকর রায় চৌধুরির পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ব্রাকের যশোর জেলার সমন্বয়কারী অমরেশ চন্দ্র দাশ, অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার আবুল কাশেম, আটন্ডা এস এল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতলেব, কেশবপুর প্রেসক্লাবের দপ্তর স¤পাদক মশিয়ার রহমান, বিবাহ রেজিস্টার রবিউল ইসলাম, ইউপি সদস্য এম সাইফুর রহমান ও ইউনিয়ন পরিষদের সচিব আবুল হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন কেশবপুর ব্রাকের এইচ আর এল এস অফিসার আকরাম হোসেন।