
যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্যানেল চেয়ারম্যান-১ বিথীকা বিশ্বাস। সোমবার (২১ সেপ্টেমস্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের পর তিনি মাসিক সমন্বয় সভায় অংশ গ্রহণ করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, সুভাষ দেবনাথ অভিরাম, আয়ুব হোসেন বাবলু, আবু তাহের আবুল সরদার, কামরুল ইসলাম টুটুল ও সবদুল হোসেন খান, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমূখ। মাসিক সমন্বয় সভায় যোগদানের আগে বিথীকা বিশ্বাস মরহুম উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।
গত ৭ সেপ্টেম্বর হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল। এরপর গত ১৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব নুমেরী জামান স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাসকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে প্রজ্ঞাপন জারি করা হয়।