
যশোর সদর উপজেলায় চেয়ারম্যান পদের উপনির্বাচনে বিএনপি তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মোহাম্মদ নূর-উন-নবীকে প্রার্থী করেছে জেলা বিএনপি। আগামী ২০ অক্টোবরের উপনির্বাচনে প্রার্থী হতে চারজন আবেদন করেন। তাদের মধ্যে থেকে মোহাম্মদ নূর-উন-নবীকে চূড়ান্ত করা হয়।
শনিবার দুপুরে কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মোহাম্মদ নূর-উন-নবীর পক্ষে সাবেক প্রচার সম্পাদক আনিসুর রহমান মুকুল প্রার্থী হওয়ার আবেদনপত্র জমা দেন। এদিন কোতোয়ালি থানা বিএনপির যুগ্ম সম্পাদক মীর নুর ইমাম এবং অ্যাডভোকেট মৌলুদা খাতুনও আবেদন করেন। এর আগে গত শুক্রবার বিএনপি নেতা অ্যাডভোকেট আবু মুরাদ চেয়ারম্যান প্রার্থী হতে আবেদন জমা দেন। বিএনপি থেকে মোট চারজন প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেন।
মোহাম্মদ নূর-উন-নবী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের নূরজাহান ইসলাম নীরার সাথে প্রতিদ্ব›িদ্বতা হবে। বিএনপি যদি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকে তাহলে দীর্ঘদিন পর যশোরের মানুষ একটি প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ নির্বাচন দেখতে পারবে বলে রাজনীতি সচেতন মানুষ আশা করেছেন। সাধারণ মানুষ প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ নির্বাচন দেখতে মুখিয়ে আছে বলে অনেকেই মন্তব্য করেছেন।