
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরো ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৭ হাজার ৪৯৭ জন করোনায় আক্রান্ত শনাক্ত হলেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন দপ্তরের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানানো হয়। গতকালের করোনার তথ্য আজ জানানো হয়েছে।
জেলা স্বাস্থ্য দপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার দু’টি পিসিআর ল্যাবে ২১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩১ জন করোনা শনাক্ত হন। একই সময়ে ২৩ জন সুস্থ হওয়ায় জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ৫৭৫জনে দাড়িয়েছে। জেলায় নতুন করে করোনায় কেউ মারা যাননি। এখন পর্যন্ত করেনা আক্রান্ত হয়ে জেলায় মৃত্যু সংখ্যা ১৭৮ জন।