
দিনাজপুরের ফুলবাড়ীতে উজেলার জয়নগর রেলগেট এলাকায় ট্রেনে কাটাপড়ে এক অজ্ঞাত (৪০) মহিলা নিহত হয়েছে।
শক্রবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা থেকে ছেড়ে আসা ৭৯৩ পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে।
এই ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানার এসআই আব্দুর ছাত্তার একটি মামলা দায়ের করেছেন।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই নলে আলম সিদ্দিকি ঘটনা নিশ্চিত করে বলেন ট্রেনে কাটাপড়ে নিহত হওয়া মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এই রিপোট লেখা প্রর্যন্ত কেউ এই মহিলার পরিচয় নিশ্চিত করতে পারেনি।