
রামপালে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানি লিঃ (বিআইএফপিসিএল) এর পক্ষ থেকে রিভার অসমোসিস ট্রিটমেন্ট প্লান্ট এর উদ্ভোধন করা হয়েছে ৷ শনিবার সকাল ১০ টায় গৌরম্ভা ইউনিয়নের বর্নী এলাকায় ও রাজনগর ইউনিয়নে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আঃ খালেক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওয়াটার অসমোসিস প্লান্টের উদ্ভোধন করেন ৷
এই দুইটি ইউনিয়নের বিভিন্ন স্থানে মোট ৪টি ওয়াটার অসমোসিস প্লান্ট স্থাপন করা হয়েছে ৷ এর মাধ্যমে ওই এলাকার কয়েক হাজার গ্রামবাসীর বিশুদ্ধ খাবার পানির চাহিদা পূরন হবে ৷
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক সুভাষ চন্দ্র পান্ডে, উপ-প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম,রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস , ইউপি চেয়ারম্যান গাজী গিয়াসউদ্দিন, ইউপি চেয়ারম্যান সরদার আঃ হান্নান ডাব্লু, এজিএম সিদ্ধার্থ মন্ডল সহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ৷
বিআইএফপিসিএল শুরু থেকেই রামপাল এবং মোংলা উপজেলার বিভিন্ন স্থানে আর্থ সামাজিক কর্মকান্ড বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করছে ৷ বিনামূল্যে চিকিৎসা সেবা, রক্তদান শিবির, কম্বল বিতরন , গ্রামীন নারীদের আত্নকর্মসংস্থান এবং স্কুলগামী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সহ নানা উন্নয়নমূলক কাজ করে আসছে ৷