
শরিয়তপুরের জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন যশোরের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো: পারভেজ হাসান। ২৭ সেপ্টেম্বর
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী সচিব কে এম আল আমিন স্বাক্ষরিত ০৫.০০.০০০০.১৩৯.১৯.০০৪-১৭-২৪০ স্মারক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে কর্মরত ছিলেন। একই সাথে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব মো: মঞ্জরুল হাফিজকে চাপাই নবাবগঞ্জ জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি প্রদান করা রয়েছে।
খুলনা বিভাগের বাগেরহাট জেলার সন্তান পারভেজ হাসান যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) থেকে আইসিটি ডিভিশনের একসেস টু ইনফরমেশন ( এটুআই) প্রোগ্রামের ন্যাশনাল কনসালটেন্ট অফ লোকাল ডেভেলপমেন্ট পদে যোগদান করেন। সেখান থেকে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগে যুক্ত হন।