
পৌরসভার এলাকার সীমানা বর্ধিত বিষয়ে প্রকাশিত গেজেটের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা দূরীকরনে সংবাদ সম্মেলন করেছেন জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
রোববার দুপুরে পৌর মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেয়র মোস্তাক বলেন, ২০০৯ সালের দিকে জয়পুরহাট পৌরসভার সীমানা বর্ধিতকরনের প্রক্রিয়া শুরু হয়েছে। নগরায়নের প্রয়োজনে তখনকার পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিরা এ কাজ শুরু করলেও বর্তমানে তা গেজেট আকারে প্রকাশিত হয়। কিন্তু একটি কুচক্রী মহল প্রথম শ্রেনির এ পৌরসভার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে এর বিরোধীতা করছেন। পৌরবাসীদের দাবী উপেক্ষা করে সেই কুচক্রী মহল জনসাধারনের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ খাজা সামছুল আলম, গোলাম হক্কানী, যুগ্ম সাধারন সম্পাদক জাকির হোসেন, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ,ই,এম মাসুদ রেজা ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম সৈকত ।