
বাগেরহাটের মোল্লাহাট থেকে এক হাজার ৫২০ পিস ইয়াবা, নগদ সাড়ে ছয় লাখ টাকাসহ তরিকুল সরদার (৩৮) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)-৬ এর সদস্যরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে খুলনা র্যাব-৬ এর কর্মকর্তা মেজর মো. আনিস-উজ-জামান বিষয়টি জানান।
আটক তরিকুল গোপালগঞ্জ সদরের মোহাম্মদপাড়া এলাকার মো. আবু সাইদের ছেলে।
মেজর মো. আনিস-উজ-জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে মোল্লাহাটের সোনাপুরা মধ্যপাড়া গ্রাম থেকে তরিকুলকে আটক করা হয়। সে সময় তার কাছ থেকে এক হাজার ৫২০ পিস ইয়াবা, নগদ তিন লাখ ছয় হাজার টাকা, তিনটি মোবাইলফোন, পাঁচটি সীমকার্ড এবং একটি সিমকার্ড থেকে বিকাশের মাধ্যমে ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মোল্লাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।